রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: রূপগঞ্জের চনপাড়ায় গোলাগুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগে রায়হান নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার থেকে ৩০০ গ্রাম হিরোইন, একটি বিদেশী পিস্তল ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল রোববার (২৫ জুন) বিকাল ৪টায় সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এই তথ্য জানান।
গ্রেপ্তারকৃত ৩৫ বছর বয়সী রায়হান রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৯ নং ওয়ার্ডের রাজা মিয়ার ছেলে।
তার বিরুদ্ধে খুন, হত্যার চেষ্টা, মাদক, বিস্ফোরক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিল। এছাড়া চনপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সময় মারামারি ও গোলাগুলির ঘটনার সাথে জড়িত। সর্শেষ ২৩ জুন চনপাড়ায় গোলাগুলিতে গুলিবিদ্ধ মাসুদ ও বাবুল জানিয়েছে রায়হান তাদের গুলি করেছে।
পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে চনপাড়া বটতলা পুর্নবাসন কেন্দ্রে ৯/২ নং ওয়ার্ডের ফারুক মিয়ার বাড়ির ১ তলা থেকে রায়হানকে গ্রেপ্তার করা হয়। রায়হানের দেওয়া তথ্যে অস্ত্র ও হিরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.