নারায়ণগঞ্জের রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ মঙ্গলবার উপজেলার ৬৪ নং মাঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ তরিকুল ইসলাম (রানা)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার জায়েদা আখতার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ৬৪নং মাঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন, বিদ্যালয়ের সহ সভাপতি মোঃ শাহিন ভুঁইয়া, মহিলা বিদ্যোৎসাহী লিপি আক্তার, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সহ সম্পাদক মোঃ শাহ আলম সিকদার, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল বাছেদ ভুঁইয়া, ভুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক মোঃ নবী হোসেন, এস এম সি সদস্য শিরিন আফরোজা, সম্্রাট পাঞ্জাবির স্বত্বাধিকারী মাহাবুবুল হক, আওয়ামীলীগ নেতা মোঃ ইউসুফ, মোঃ শাহিন ও মিজান প্রমুখ।
পরে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.