রাকিবুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়কে টিকটক করতে গিয়ে অটোরিকশার ধাক্কায় নুর মোহাম্মদ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার (৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কর্নগোপ-গন্ধর্বপুর সড়কের কর্নগোপ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুর মোহাম্মদ সিলেট এয়ারপোর্ট এলাকার বড়ৈকান্দি গ্রামের হারেছ মিয়ার ছেলে। সে উপজেলার কর্নগোপ এলাকার একটি স্পিনিং মিলের শ্রমিক ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কারখানার কাজ শেষ করে রাতে কর্নগোপ-গন্ধর্বপুর সড়কের কর্নগোপ এলাকায় সড়কে টিকটক করছিল কিশোর নুর মোহাম্মদ। এসময় অসাবধানতাবশত মাঝ রাস্তায় চলে এলে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.