রাকিবুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়নগঞ্জের রূপগঞ্জে ঢাকা- সিলেট হাইওয়ে মহাসড়কের ভূলতা গোলাকান্দাইল বাস স্ট্যান্ড মোড় থেকে ৩ রাউন্ড গুলি একটি ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ মিঠু মাহমুদ (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে ভুলতা পুলিশ ফাঁড়ির এ এস আই সিহাব।
১৪ আগস্ট সোমবার প্রতিদিনের মত ঢাকা-সিলেট হাইওয়ে মহাসড়কের বিভিন্ন জায়গায় আকর্ষিক ভাবে চেকপোস্ট করা কালীন সময় গোলাকান্দাইল সাওঘাট মােড় এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালায় পুলিশ। এসময় পুলিশ দেখে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে চলে যাবার চেষ্টা করলে মোটরসাইকেলটির গতিরোধ করে পুলিশ। সন্দেহ জনকভাবে আটক করা হয় মোটরসাইকেল আরোহী সন্ত্রাসী মিঠু মাহমুদকে এসময় তার কাধে থাকা ব্যাগে তল্লাশী চালিয়ে ৩ রাউন্ড গুলি একটি ওয়ান শুটারগান, একটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয় এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মিঠু মাহমুদ চাঁদপুর সদর থানার বিষনদী গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় সোমবার সকালে অস্ত্র আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। দুপুরে আসামীকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.