নাহিদ জামান, খুলনা
রূপসায় ৪র্থ অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলা ১৮ নভেম্বর শনিবার বিকালে কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়।
খেলাটি বাগেরহাট ফ্রেন্ডস ফুটবল একাডেমী বনাম তেরখাদা ফুটবল একাদশ এর মধ্য অনুষ্ঠিত হয়।
নির্ধারিত সময়ের মধ্যে কোন গোল না হওয়ায় গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়।
ট্রাইবেকারে তেরখাদা ফুটবল একাদশ বাগেরহাট ফ্রেন্ডস ফুটবল একাডেমীকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠার গৌরব অর্জন করে।
প্রথম সেমিফাইনালে শক্তিশালী শহীদ মনসুর স্মৃতি সংসদ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করায়, ফাইনাল খেলা শক্তিশালী শহীদ মনসুর স্মৃতি সংসদ ও তেরখাদা ফুটবল একাদশ এর মধ্য অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.