নাহিদ জামান, খুলনা
রূপসায় ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক স্বর্গীয় অরবিন্দু মন্ডল বুলুর স্মৃতি স্মরণে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা ১৮ জুলাই বিকালে ডোবা মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় অংশ গ্রহন করে স্বাগতিক ডোবা নবারুন সংঘ একাদশ বনাম শহীদ মুনসুর স্মৃতি সংসদ।
খেলায় দর্শক ছিলো চোখে পড়ার মতো। মাঠে তিল পরিমান ছিলো না জায়গা। দর্শকের চাহিদা ছিলো খেলার ভেতরে গোলের কিন্তু প্রতিদন্দি শক্ত হলে গোলের দেখা পাওয়া অসম্ভব। খেলায় দুই দলই ছিলো শক্ত অবস্থানে। খেলার ভেতরে কেউ কাউকে চাড় দিতে নারাজ।
খেলার পুরাটা সময় জুড়েই ছিলো আক্রমন পাল্টা আক্রমন। প্রতিযোগিতাপূর্ন খেলায় নির্ধারিত সময়ে কোন দল গোলের দেখা না পাওয়ায় শেষ পযন্ত খেলাটি গোল শূন্য ড্র হয়। খেলা মিমাংশার প্রয়োজনে ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ডোবা নবারুন সংঘ ৪-২ গোলে শহীদ মুনসুর স্মৃতি সংসদকে হারিয়ে ফাইনালে উঠার গৌরব অর্জন করে।
খেলা পরিচালনা করেন সুমন রাজু, সহকারি হিসাবে ছিলেন মোঃ তানভীর হোসেন ও মোঃ সাইফুল ইসলাম।
খেলায় ধারাভাষ্যকারের দ্বায়িত্বে ছিলেন মুস্তাহিদুর রহমান মুক্ত ও ইংরেজি শিক্ষক বিজন মল্লিক।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু।
আমন্ত্রিত অতিথির বক্তৃতা করেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ।
সভাপতিত্ব করেন ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এসএম আঃ মালেক,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীর, ঘাটভোগ ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, টিএসবি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক খান আনোয়ার হোসেন, সমাজসেবক মাফতুন আহম্মেদ রাজা। উপস্থিত ছিলেন ডোবা নবারুন সংঘের সভাপতি শ্যামল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক সাগর কুমার দাস।
মহিতোষ ভট্রচার্য, যুবদল নেতা মুন্না সরদার, অরবিন্দু বুলুর ভ্রাতা নির্মলেন্দুমন্ডল, সমাজসেবক মহিউদ্দীন লিটু, বিজয় মজুমদার, রমেশ চন্দ্র দাস, এফ এম মনিরুল ইসলাম, সৈয়দ মাহমুদ আলী, শান্তিরাম মল্লিক, শান্তিরাম মন্ডল, খায়রুল আলম খোকন, শামীম হাসান,আসলাম লস্কর,ছাত্রদল নেতা রনি লস্কর, আলামিন, রাধাকান্ত শিকদার, পংকজ শিকদার, পূর্নেন্দু মন্ডল, অভিরাম ব্যাপারী, বিএনপি নেতা গৌর বিশ্বাস, প্রান গোপাল বিশ্বাস, সোহেল, পাপ্পু, আলামিন লস্কর, মুস্তাহিন, হামিম, সোহেল, পাপ্পু, অরুন মহলী, গোবিন্দ বিশ্বাস, দাউদ শেখ, নরেশ দাস, লিটন মল্লিক, বিধান দাস, দিপংকর বিশ্বাস, পাপলু ফকির, মোস্তাইন শেখ, নির্মলেন্দু মন্ডল প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.