খুলনা প্রতিনিধিঃ খুলনার রূপসা থানা পুলিশ অস্ত্র ও গুলিসহ অরূপ কুমার হাজরা(৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার পথেপুর গ্রামের বঙ্কিম চন্দ্র হাজরার ছেলে।
পুলিশ জানায়, ২ জুন সকাল ১১ টার দিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে দেয়াড়া এলাকায় জনৈক ব্যক্তির কাছে অস্ত্র আছে। এ সংবাদের ভিত্তিতে আইচগাতি ক্যাম্প পুলিশের ইনচার্জ নকীব ইকবাল সহ পুলিশের অভিযানিক দল অভিযান চালিয়ে দেয়াড়া এলাকার নাসিমের বাড়ির ভাড়াটিয়া অরূপ কে আটক করে।
এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে তার কাছে অস্ত্র আছে বলে স্বীকার করে এবং বসত ঘর থেকে একটি দেশি তৈরী পাইপগান ও ২ রাউন্ড গুলি উদ্বার করে।
গ্রেফতারকৃত অরুপ এক থেকে দেড় বছর ধরে ঐ বাড়িতে বসবাস করে আসছে। এছাড়া সে দেয়াড়ার বারোপূর্ণির মোড় নামক এলাকায় বাংলালিংক অফিসে চাকরি করে বলে পুলিশ জানায়। এ ব্যাপারে থানার ওসি তদন্ত মো. সিরাজুল ইসলাম জানান, দেয়াড়া এলাকা থেকে একটি অস্ত্র ও ২ রাইন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করা হয়েছে এবং মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.