নাহিদ জামান, খুলনা
অধিকার সমতা ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রূপসা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা ৮ মার্চ সকাল ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা একাডেমিক সুপার ভাইজার নিত্যানন্দ মন্ডল, ইসলামিক রিলিপি রিজওনাল অফিসার মোঃ জাকারিয়া, রূপসা ব্রাক ম্যানেজার অসীম কুমার দাস।
বক্তৃতা করেন রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জিএম আসাদুজ্জামান, ইউপি সদস্য স্বপ্না রানী পাল, আইরিন পারভিন, সাংবাদিক আজিজুর রহমান, বিএম শহিদুল ইসলাম, চিত্র সেন, মাসুম সর্দার, উদ্যেক্তা তানিয়া তাহের, ব্রজনাথ রায়, রিতু রানী চক্রবর্তী, সুমাইয়া খাতুন প্রমূখ।
অনুষ্ঠানে উদ্যেক্তা তানিয়া তাহের কে নারী দিবসে ক্রেষ্ট প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.