খুলনা প্রতিনিধিঃ খুলনার রূপসায় ইউপি চেয়ারম্যান এর বাড়ির ভাড়াটিয়ার নিকট থেকে ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হল রামনগর গ্রামের মৃত রজব আলীর ছেলে শাহাবুদ্দিন সরদার (২৫) ও বাগমারা গ্রামের সাগর হাওলাদার এর ছেলে অন্তর হাওলাদার (২০)।
সাহাবুউদ্দিন নৈহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন বুলবুলের বাড়ির ভাড়াটিয়া, বলে পুলিশ জানায়।
মামলা সূত্রে জানা যায়, পূর্ব রূপসা বাস স্ট্যান্ড ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই কামাল হোসেন ২৩ জুন সকাল ৫.৫০মিঃ মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বের হয়ে পূর্ব রূপসা ব্যাংকের মোড়ে পৌছালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রামের বড় পুকুরপাড়ের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেলে গ্রেফতারকৃতরা দৌড়ে পালানোর চেষ্টা করলে অন্তর হাওলাদার ও শাহাবুদ্দিন সরদার নামে দুই যুবক কে আটক করে। আটককৃত যুবকদের দেহ তল্লাশি করে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে গ্রেফতার করা হয়।
এছাড়া পুলিশ আরো জানায়, উক্ত যুবকরা বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে এবং বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের কাছে রেখে নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে বলে প্রাথমিকভাবে স্বীকার করে।
এস আই কামাল হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন। যার নং ২১, তাং- ২৩/৬/২৩ ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.