নাহিদ জামান, খুলনা
বৈরী আবহাওয়াতে হালকা বৃষ্টির ফলে ২২ ফেব্রুয়ারি ভোর রাতে রূপসার আনন্দনগর-পুটিমারী এলাকার পাকা রাস্তায় রোগীভার্তি আ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস কর্মী মটরসাইকেল ও পথচারীরা দুর্ঘটনায় পতিত হয়।
স্থানীয়রা জানায়, এসবিএম ইটভাটায় ট্রাকে মাটি নেওয়ার সময় অসাবধানতা চলাচলে ট্রাক থেকে মাটি রাস্তায় পড়ে থাকার ফলে ভোর রাতে হালকা বৃষ্টিতে রাস্তাটিতে স্যাঁত-স্যাঁতে সৃষ্টি হয়। যার কারণে প্রায় ১ কি: মি: রাস্তায় একের পর এক সড়ক দূর্ঘটানা হচ্ছে। সকালে রোগীভার্তি আ্যাম্বুলেন্সটি পিচলে রাস্তার পাশে নেমে যায় এবং ১২/১৪টি মটোরসাইকেল ও পথচারীরা দূর্ঘটায় পড়ে।
এব্যাপারে পার্শ্ববর্তী পুলিশ ফাঁড়ির আইসি জানান, তেরখাদা উপজেলা ফায়ারসার্ভিস কর্মী বাগেরহাট যাওয়ার পথে মটরসাইকেলটি পিচলে পড়ে শরীরে মারাত্মক আঁঘাত সহ রক্তাক্ত অবস্থায় লিখিত অভিযোগ দায়ের করে গেছেন। তাছাড়া মৌখিকভাবে অনেকেই জানিয়েছেন। এরপর আইসি ও টুআইসি’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ইটভাটার মালিক পক্ষদের দিয়ে রাস্তাটি পরিস্কার ব্যবস্থা করা হয়।
এব্যাপারে রূপসা উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিতে বেশ সময় নেয়। এতে স্থানীয়রা ক্ষুব্দ প্রতিক্রীয়া ব্যক্ত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.