রূপসা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ফয়সাল শেখ(২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে নৈহাটি ইউনিয়নের রামনগর এলাকার জাহিদ শেখের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল বিকালে থানা পুলিশের এসআই জুয়েল রানা সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত টহলরত অবস্থায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে নৈহাটি ইউনিয়নের চর রূপসা গ্রামের জাহাঙ্গীরের চায়ের দোকানের সামনে কিছু ব্যক্তি মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করছে।
সংবাদ পেয়ে এস আই জুয়েল রানা ও এএস আই অলিপ ঘোষ উক্ত স্থানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ফয়সালকে আটক করে, তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
পুলিশ আরো জানায়, ফয়সাল দীর্ঘদিন যাবত বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে বিক্রয় করে আসছে বলে স্বীকার করেন।
এস আই জুয়েল রানা বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন রূপসা থানায় মামলা নম্বর ৭।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.