নাহিদ জামান, খুলনা
রূপসায় সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর যৌথ অভিযানে গত ২১ ডিসেম্বর রাতে ৯৮ পিচ ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা সহ রহিমনগর গ্রামের আফতাব শেখের ছেলে মাদক ব্যবসায়ী মিরাজ শেখ ওরফে ল্যাংড়া মিরাজ রহিম নগর এলাকা থেকে গ্রেপ্তার হয়।
এ সময় আসামির কাছ থেকে মাদক বিক্রয় করার কাজে ব্যবহৃত দুটি বাটন মোবাইল ফোন, গাঁজা বিক্রয় এর নগদ ৩৪০ টাকা উদ্ধার করেছেন পুলিশ। এসআই ইমরান খান বাদী হয়ে রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলা নং-১৭।
মাদক অভিযানের বিষয়ে জানতে চাইলে কিসমত খুলনা ফাঁড়ি ইনচার্জ এসআই শফিকুল ইসলাম বলেন, মাদকের উৎস অনুসন্ধান এবং মাদক কারবারীদের গ্রেফতারের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। এই এলাকায় মাদক ব্যাসায়ী ও এদের গডফাদারদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.