নাহিদ জামান, খুলনা প্রতিনিধিঃ রূপসার তিলকে মীমকো কার্বন ফ্যাক্টরি নামের একটি কার্বন পাউডার তৈরির কারখানায় আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) আনুমানিক ১১ টার দিকে এ ঘটনা ঘটে।পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন,সেনেরবাজার ও টুটপাড়ার যৌথ টিমের ৪টি ইউনিটের ৮টি লাইন প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ধোয়ার পাইপ হতে আগুনের শিখা পাটখড়িতে পড়লে হঠাৎ করেই আগুন ধরে যায়।আর মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা ও কারখানার কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, টুটপাড়া, খুলনার সিনিয়র স্টেশন অফিসার মোঃ নজরুল ইসলাম জানান, পাটখড়ি পুড়িয়ে কার্বন পাউডার তৈরির কারখানায় আগুন লাগার খবর পেয়েই আমরা আধ ঘন্টার মধ্য ঘটনাস্থলে পৌঁছাই।সেনের বাজার ও টুটপাড়া ফায়ার সার্ভিসের দুটি স্টেশন হতে ৪টি ইউনিট হতে ৮টি সংযোগ লাইনের মাধ্যমে আমরা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি।
এদিকে আগুন লাগার কারণ তাৎক্ষনিক জানা গেলেও ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানার মালিকের ভাই শেখ শাহজাহান আলী।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.