নাহিদ জামান, খুলনা
রূপসায় নৈহাটি ইউনিয়নের রামনগর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে ১ কেজি ৩০০ গ্ৰাম গাঁজা সহ ২ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
গ্রেফতারকৃতরা হলো , খুলনা জেলার রূপসা থানার রামনগর গ্ৰামের হেকিম কাজী হারুন আর রশিদের পুত্র মোঃ কাজী ইমদাদ (৩৫) ও মোঃ কাজী ইমদাদের স্ত্রী তুলিনা (২৯)।
এজাহার সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা এর উপ পরিচালক মোঃ মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে বিভাগীয় স্টাফ নিয়ে ১০ মার্চ দুপুরে মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বের হলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আসামিরা মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
অভিযানকারী দলটি আসামিদের নিজ বাড়ির দক্ষিণ দুয়ারি ইটের দেয়াল ও টিনের ছাউনি যুক্ত এক কক্ষ বসতঘরের ভেতর থেকে তাদের গ্রেপ্তার করে।
এ সময় তাদের নিকট থেকে আলামত হিসেবে ১কেজি ৩০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।
পরে পরিদর্শক মোঃ আব্দুর রহমান বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে রূপসা থানায় নিয়মিত মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.