খুলনা প্রতিনিধি: খুলনার রূপসা থানা পুলিশ মিজান শেখ(৪০)নামে এক মাদক বিক্রেতা কে ৫০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করেছে।
গ্রেফতারকৃত মিজান নৈহাটি ইউনিয়নের রামনগর গ্রামের মৃত: দেলোয়ার হোসেন এর ছেলে। মামলা সূত্রে জানায়, পূর্ব রূপসা বাস স্টান্ড ক্যাম্প পুলিশের এসআই কামাল হোসেন ২১মে রাতে মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বের হয়ে রূপসা ব্যাংকের মোড় এলাকায় অবস্থান করতে থাকে। গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে রবের মোড় এলাকায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান চালিয়ে মিজান কে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা জব্দ করে তাকে গ্রেফতার করা হয়।
এছাড়া পুলিশ আরো জানায়, উক্ত মিজান বিভিন্ন স্থান হইতে মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে বিক্রয় করে বলে প্রাথমিকভাবে সে স্বীকার করে।
এস আই কামাল হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.