নাহিদ জামান, খুলনা
রূপসায় ট্রলীর চাপায় সাইফুল ইসলাম(৪৬) নামে এক ব্যবসায়ী নিহত। সে নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনাটি ঘটেছে রবিবার ২১শে জানুয়ারী আনুমানিক দুপুরে ১২'টার সময় নৈহাটি এলাকার উকিল মোস্তাক এর বাড়ির সামনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলিটি উপজেলা সদর থেকে রূপসা ঘাট অভিমুখে যাচ্ছিল।
এমন সময় রূপসা বাগেরহাট পুরাতন সড়কের নৈহাটির উকিল মোস্তাক এর বাড়ির সামনে পৌছালে মোটরসাইকেল আরোহীর উপর বেপরোয়া গতির ট্রলিটি মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এ ঘটনায় মারাত্মকভাবে রক্তক্ষরণ হয় সাইফুলের।
পরবর্তীতে পার্শ্ববর্তী লোকজন এসে তাকে উদ্বার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরো জানা যায়, মোটরসাইকেল আরোহী তার নিজ সাইড দিয়ে যাবার পথে ঘাতক ট্রলিটি সাইফুল ইসলামের জীবন কেড়ে নেয়। সে ওয়ার্কশপের ব্যবসা করে জীবন ধারণ করতেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.