নাহিদ জামান, খুলনা
রূপসায় নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ২০২২-২৩অর্থ বছরের উন্নয়ন তহবিলের বরাদ্দ থেকে ২১ নভেম্বর মঙ্গলবার দুপুরে ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা সেলাই মেশিন বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন, পল্লী বিদ্যুৎ এর এজিএম মোঃ হালিম খান, রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শেখ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.