নাহিদ জামান, খুলনা
রূপসায় নার্স দিবস এবং ধাত্রী দিবস-১২মে ২০২৫ উদযাপন উপলক্ষে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের কেক কাটার মাধ্যমে দিবসটি পালিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ মাজেদুল হক কাওসার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাহিন আক্তার শেখ, রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জি এম আসাদুজ্জামান।
এ সময় নার্সদের মধ্যে উপস্থিত ছিলেন- নার্স সুপারভাইজার শ্রাবনী বাইন, নার্স ইনচার্জ নুরুন্নাহার শিল্পী, সিনিয়র ষ্টাফ নার্স সুপর্ণা রানী বিশ্বাস, সিরাতে আয়শা, মরিয়ম খাতুন, শারমিন সুলতানা, নীলিমা হিরা, মাধুরি মন্ডল, ঝুমুর সরকার, আসমাউল হুসনা, হিমালা বিশ্বাস, ঝুমুর হালাদার, বৈশাখি ব্যাপারী, শিল্পী মল্লিক, খুকুমনি মজুমদার, ফারজানা লিজা, রাবেয়া সুলতানা, তিথী পোদ্দার,শিরিন খাতুন, সম্পা সরকার, গৌরিবাকচি, খাদিজা খাতুন, সুপর্না সরকার, মিডওয়াইফ নাজনীন সুলতানা, নিলুফা ইয়াসমিন, দিলরুবা ইয়াসমিন প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.