নাহিদ জামান, খুলনা
রূপসা উপজেলা সদরে অবস্থিত ঐতির্য্যবাহী অরাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন প্রত্যাশা। সংগঠন টি এক সময় রূপসায় নানা সামাজিক কর্মকান্ডে এগিয়ে থাকলেও, কালের বিবর্তনে এর সাথে জড়িত সংগঠকগন বিভিন্ন কর্মের মধ্যে প্রবেশ করায়, মুখ থুবড়ে পড়েছিলো সংগঠনের কার্যক্রম।
পুনরায় সংগঠন কে সচল করতে দীর্ঘ দিন পরে সংগঠনের বিশেষ সাধারণ সভা ৪ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় রূপসা উপজেলা সদরে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ইসলাম সরদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন প্রতিষ্ঠাতা সভাপতি মো: শহিদুল্লাহ। সভায় স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক প্রতাপ শীল। প্রধান আলোচক ছিলেন মনির আহমেদ সিদ্দিকী, বক্তৃতা করেন মো: আকরাম হোসেন, শেখ বিল্লাহ হোসেন, শেখ ওলিয়ার রহমান, মুন্না সরদার প্রমূখ।
এসময় জুম কলিংয়ের এর মাধ্যমে বক্তৃতা করেন সাবেক সাধারণ সম্পাদক শামীম হাসান খান। বক্তৃতা করেন সাবেক সভাপতি শেখ জহিরুল হক শারাদ, মামুনুর রশিদ মুক্ত, সাইফুল ইসলাম ইমন, আরিফুল ইসলাম টিটু।
সভায় সংগঠনের সদস্য মাহাবুবুর রহমান খান ও শেখ শহিদুল্লাহ'র মৃত্যুতে শোক প্রকাশ করেন।
এবং ১৯৪৭সাল থেকে এই পযর্ন্ত যত লোক দেশের জন্য শহীদ ও আহত হয়েছেন তাদের প্রতি শোক ও পরিবারের প্রতি প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
সংগঠনকে গতিশীল করার লক্ষে নতুন কমিটি গঠন করা হয়।
উপস্থিত সদস্য ও জুম কলিং এ যুক্ত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে শেখ বিল্লাহ হোসেন কে সভাপতি, মো: আকরাম হোসেন কে সাধারণ সম্পাদক, সেলিনা ইসলাম কে মহিলা সম্পাদিকা, সাইফুল ইসলাম খান কে সাংগঠনিক সম্পাদক, জহিরুল হক শারাদ, ফিরোজুল ইসলাম শফি, টিপু সুলতান, মাহফুজুর রহমান, বিশ্বজিৎ বর্ধন, রাশিদুল ইসলাম রাজু, প্রতাপশীল, শেখ শহীদ, তানভীর ইসলাম তনু কে নির্বাহী সদস্য করে নতুন কমিটি গঠন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.