নাহিদ জামান, খুলনা
রূপসা পল্লী বিদুৎ এর সাব জোনাল অফিস থেকে গত ২২ জুন বাগমারা এলাকায় বকেয়া বিদুৎ বিল আদায়ের জন্য গেলে পল্লী বিদুৎ এর অফিস সহায়ক ও লাইনম্যানের উপর কিছু লোক সন্ত্রাসী হামলা চালিয়ে তাদের কে আহত করে।
এ ঘটনায় গত ২৩ জুন বাগেরহাট পল্লী বিদুৎ এর রূপসা থানা সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার এম এ হালিম খান বাদী হয়ে রূপসা থানায় রামনগর এলাকার মোঃ রমজান আলীর পুত্র আঃ কাদের, তালিমপুর এলাকার মোঃ জালাল উদ্দীনের পুত্র রমজান, রামনগর এলাকার মৃত মোঃ খোকনের পুত্র মোঃ সফিক, বাগমারা এলাকার মালেক মুন্সীর পুত্র মোঃ রাসেল এই ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং ১০/১২৭।
মামলার সূত্রে জানা যায়, বাগেরহাট পল্লিবিদ্যুৎ সমিতির রূপসা সাব জোনাল অফিসের এজিএম এমএ হালিম খান অফিস সহায়ক ও লাইনম্যানকে সাথে নিয়ে বিদ্যুৎ বিলের বকেয়া আদায় ও রাজস্ব পরিশোধ না করার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করেন। এসময় কিছু সন্ত্রাসী এমএ হালিম খানের সামনে অফিস সহায়ক ও লাইনম্যানকে মারধর করে এবং তাদের কাছে থাকা প্রায় অর্ধ লক্ষ টাকা ছিনিয়ে নেয়।
পল্লী বিদুৎ সমিতি থানা পুলিশের উপস্থিতিতে ২৩ জুন এক অভিযান পরিচালনা করে সংশ্লিষ্ট মামলায় জড়িত আসামীদের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে। অভিযান পরিচালনা করেন রূপসা সাব জোনাল অফিসের এজিএম এমএ হালিম খান।
এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট পল্লী বিদুৎ সমিতির রূপসা সাব জোনাল অফিসের উপ সহকারী প্রকৌশলী আঃ রহিম রাজু, এন ফোর্সমেন্ট কো- অর্ডিনেটর খান বাহাদুর আশরাফুল আলম, পূর্ব রূপসা বাস স্টান্ড পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই কামাল হোসেন।
এ ব্যপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শফিক বলেন ইজহারে উল্লেখিত ঘটনার সততা রয়েছে, রাসেল নামে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.