খুলনা প্রতিনিধিঃ রূপসায় আখের আলী শেখ(৪৫) নামে এক কৃষক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে।
আখের আলী স্বল্প বাহিরদিয়া গ্রামে পরিবার নিয়ে বসবাস করে আসছে।
পুলিশ ও পরিবার জানায়, উপজেলার টিএসবি ইউনিয়নের স্বল্পবাহিরদিয়া গ্রামে মৃত আখের আলী জমি ক্রয় করে বসবাস করে। সে বাড়ির পাশে মাছের ঘেরের পাড়ে মাছ চাষের পাশাপাশি শসা চাষ করে আসছে। প্রতিদিন ঘেরের পাড় থেকে পানি নিয়ে শসা ক্ষেতে পানি দেয়। প্রতিদিনের মত শুক্রবার ১৬জুন দুপুর সাড়ে ১২টার দিকে শসা ক্ষেতে পানি দিতে যায়। এসময় বিদ্যুৎ এর লাইনের আর্থিন ছুটে গেলে লাগাতে যায়। বিদ্যুৎ লাইন বন্ধ না করে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুত্ব আহত হয়। আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্বার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। কৃষক আখের আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আখের আলী ফকিরহাট উপজেলার লালচন্দ্রপুর গ্রামের রায়হান শেখের ছেলে। দীর্ঘ ২০ বছর ধরে খাজাডাঙ্গা গ্রামের ওমর আলী পাইকের মেয়েকে বিবাহ করে ঐ এলাকায় বসবাস করে আসছে। তিনি একটা ছেলে, একটা মেয়ে ও স্ত্রী নিয়ে বসবাস করতেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.