নাহিদ জামান, খুলনা
রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের নৈহাটি গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী গুলফার নাহার সেতারা (৬৫) কে হাত পা বেধে মাথায় বেধড়ক আঘাত করে হত্যা করেছে সন্ত্রাসীরা৷
এ সময় তারা বাড়িতে রক্ষিত সকল মালামাল লুট করে নিয়ে যায়। থানার অফিসার ইনচার্জ এনামুল হক জানান, গত ১২ সেপ্টেম্বর রাত ১০ টার পর উক্ত মহিলা নিজ বাড়িতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে সন্ত্রাসীরা উক্ত বাড়ির ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে সেতারা কে হাত পা বেধে মাথায় আঘাত করে। এসময় অতিরিক্ত রক্তক্ষরণে সেতারা নিহত হয়। দূর্বৃত্তরা ঘরে রক্ষিত আলমারি খুলে নগদ টাকা, স্বর্নলংকার সহ দামি মালামাল লুট করে নিয়ে যায়।
সেতারার স্বামী মৃতঃ শহিদুল্লাহ সচিবালয়ে চাকরি করতেন। তার একটি মাত্র সন্তান রায়হান চাকরির সুবাদে ঢাকায় বসবাস করেন। ঘটনার পর ১৩ সেপ্টেম্বর থানা পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.