নাহিদ জামান, খুলনা
রূপসায় উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজন ২৪ সেপ্টেম্বর (সোমবার) দুপুর ১২ টায়, উপজেলা পরিষদের সামনে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে স্মারকলিপি পেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তৃতা করেন জেকেএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, আল আকসা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মিজানুর রহমান, চাঁদপুর দাখিল মাদ্রাসার সুপার মোঃ জাহাঙ্গীর আলম, নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম পলাশ, আজগড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমান ঢালী, সামন্তসেনা দারুস সুন্নত মাদ্রাসার সুপার মাওলানা শফিউদ্দিন নেছারী, আল আকসা মাদ্রাসা সুপার মাওলানা মিজানুর রহমান, মাওলানা হাসিবুর রহমান,
পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নৃপেন্দ্র নাথ রায়, আলাইপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেব প্রসাদ বালা, ডোবা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিব মহলী, বেলফুলিয়া ইসলাময়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বেল্লাল হোসেন, জেবিএম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম, কাজদিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদ সুলতানা, শিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান উল্লাহ, কাজদিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদ সুলতানা, তিলক মাদ্রাসা সুপার মাওলানা মাহবুবুর রহমান, সহ সুপার মাওলানা সাইফুল্লাহ কবির প্রমূখ। মানববন্ধন শেষে রূপসা উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.