নাহিদ জামান, খুলনা
খুলনার রূপসা উপজেলা সদরে আঠারোবেকি নদী ঘেঁষে সামন্তসেনা গ্রামের ভাঙ্গনঘাট এলাকায় রয়েছে সরকারি গুচ্ছগ্রাম এখানে প্রায় ৫০/৬০টি মুসলিম পরিবার বসবাস করে। এছাড়া স্থানীয় বসতি ও ভাঙ্গনপাড়ে অবস্থিত ইকোপার্কে ঘুরতে আসা মুসল্লিদের নামাজ আদায় করতে যেতে হয় প্রায় এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে দূরের মসজিদে।
প্রয়োজনের তাগিদে প্রায় চার বছর সম্মিলিত প্রচেষ্টার পরে ২৭ মার্চ ২৬ রমজান বৃহস্পতিবার যোহরের জামায়াতের নামাজ আদায়ের পরে মসজিদটির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী নামাজে জামায়াতের ইমামতি করেন তেলাওয়াতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা নাসির উদ্দিন।
নামাজ পরবর্তী উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন আলাইপুর এশায়েতে সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি দ্বীন মোহাম্মদ।
স্বাগত বক্তব্য রাখেন অত্র মসজিদের দায়িত্বপ্রাপ্ত ইমাম ক্বারী মোহাম্মদ মোকসেদ আলী।
অনুষ্ঠানে খাজাডাঙ্গা ইকরা ইসলামিক ক্যাডেট একাডেমীর প্রধান শিক্ষক মাওলানা আব্দুল গফফারের পরিচালনায় আলোচনা করেন নৈহাটি ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড মেম্বার মাসুম শেখ, মুফতি আনিসুর রহমান, নতুনহাট জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হান্নান, সমাজ সেবক আলহাজ্ব সাইফুল ইসলাম, প্রফেসর আসাদুজ্জামান, মুন্না সরদার, মোঃ নাজিম উদ্দিন, হজ এজেন্সির আল-আমিন গোলদার, খান আব্দুল হালিম, শেখ জহিরুল হক শারাদ,শাহজাদা আলমগীর, মসজিদ কমিটির আহবায়ক মোঃ আকরাম হোসেন শেখ।
নামাজ শেষে দীর্ঘ আলোচনায় বক্তারা এই মহতী কাজে মসজিদের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং সকলকে মসজিদ নির্মাণে ও দ্বীনি পরিবেশে মহান আল্লাহর ঘরকে পরিচালনায় নিজ নিজ দায়িত্ববোধ থেকে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে মসজিদটির নতুন নাম নির্ধারণ করা হয় আঠারোবেকি দারুন্নাজাত মসজিদ।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে এবং ফিলিস্থিন সহ বিশ্বের সকল মুসলিম উম্মার জন্য বিশেষ দোয়া করা হয়।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর খালাডাঙ্গা মসজিদ আত্ তাকওয়ার ইমাম হাফেজ মাওলানা হাফিজুর রহমান, সামন্তসেনা পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম কারি নুর ইসলাম, শিক্ষক খালিদ মাহমুদ, আনিসুর রহমান শেখ, মোস্তাফিজুর রহমান, রূপসা প্যাথলজির স্বত্বাধিকারী ইকবাল হোসেন, রফিক জমাদ্দার, মসজিদ কমিটির সদস্য সচিব ইসলাম সরদার, সদস্য সৈয়দ আহমেদ, মোঃ কাউসার, মনির শেখ, ইসহাক সেখ, আমির আলী শেখ প্রমুখ।
এ ছাড়া গণমাধ্যমকর্মী ও সামন্তসেনা, কাজদিয়া, আলাইপুর, পাঁচানী, স্বল্প বাহিরদিয়া, গোয়ালবাথান, দেবীপুর, পাথরঘাটা, নৈহাটিসহ উপজেলার বিভিন্ন এলাকার ধর্ম প্রাণ মুসল্লীগন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.