খুলনা প্রতিনিধিঃ খুলনার রূপসায় ওমর আলী (৬০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সে খাজাডাঙ্গা গ্রামের মৃত আ: করিম শেখ এর ছেলে হলেও শ্বশুরবাড়ি কাজদিয়া গ্রামে, দুই ছেলে ও স্ত্রী নিয়ে বসবাস করতেন। স্থানীয় ও পরিবার জানায়, ওমর আলী দীর্ঘদিন ধরে অতি দরিদ্র কর্মসূচির আওতায় ৪০ দিনের শ্রমিক হিসেবে কাজ করে আসছে। নিয়ম অনুযায়ী বয়স বেশি হলে তিনি আর শ্রমিকের তালিকায় থাকতে পারবেন না। ওমর আলী একজন গরিব মানুষ হওয়ায় ইউপি সদস্য আওরঙ্গজেব স্বর্ণ তার সন্তান সোহেল রানাকে কর্মসূচি তালিকায় অন্তর্ভুক্ত করেন। সোহেল রানা কর্মসূচির তালিকায় শ্রমিক থাকলেও মাঝেমধ্যে কাজ করতেন ওমর আলী। কাজ শেষে কাজের টাকা (বিল) পাওয়ার জন্য মোবাইল নাম্বার দিতে হয় নগদ একাউন্ট করার জন্য। সেই অনুযায়ী ওমরের ছেলে সোহেল রানা একটি মোবাইল নম্বার অফিসে দেন, শ্রমীকদের সর্দার মলয় দাসের মাধ্যমে। নম্বরটি হলো (০১৩১২ ১৪৮৯২৭)। যে মোবাইল নম্বারে কাজের পারিশ্রমিক বাবদ টাকা আসার কথা সেই নম্বারটির শেষে দুই অংক ভুল হওয়ার কারণেই টাকা তার মোবাইলের সিমে যোগ হয় নাই।
নম্বরের শেষে ২৪ হওয়ার কথা থাকলেও ভুলবশত হয়েছে ২৭। অথচ যারা একসাথে কাজ করেছেন তাদের অনেকের টাকা পাওয়ায় ওমর আলী মনে করছেন তার টাকা হয়তো কেউ নিয়ে গেছে। এই মানসিক যন্ত্রণায় তিনি অসুস্থ হয়ে পড়েন বলে তার পরিবার ও এলাকাবাসী জানায়।
ইউপি সদস্য আওরঙ্গজেব স্বর্ণ জানান, ওমর আলী বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। কর্মসূচির কাজ করা টাকা মোবাইল নাম্বার ভুল থাকার কারণেই তার মোবাইলের সিমে আসে নাই।
ওসি মোঃ শাহিন জানান, গত ১০ জুন সন্ধ্যা সাতটার সময় ওমর আলী শেখ পার্শ্ববর্তী বাড়ির একটি জামরুল গাছে নিজ লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করেছি।
১১ জুন আসরবাদ জানাযা নামাজ শেষে ওমর আলীর দাফন সম্পন্ন হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.