নাহিদ জামান, খুলনা
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে খুলনা জেলা প্রশাসন ও রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে ৮ মে বিকাল সাড়ে চারটায় ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামে রবীন্দ্রনাথ ঠাকুরের পুর্ব পুরুষের বসত ভিটায় রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় তিনদিন ব্যাপী অনুষ্ঠান মালার উদ্বোধন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার হুসাইন শওকত (সার্বিক) বলেন, সাহিত্যর প্রতিটি স্তরে রবীন্দ্রনাথের ছোঁয়া লেগে আছে। রবীন্দ্রনাথ ছাড়া বাংলা সাহিত্য কল্পনাও করা যায় না। ছোট গল্প থেকে শুরু করে বয়োবৃদ্ধদের নিয়ে রচনা সামগ্রী বিশ্বে সমাদৃত। এ কারনে তিনি কবিগুরু উপাধি পেয়েছেন।
সমাজের নিষ্পেষিত মানুষের জন্য তার লেখা ছিলো তৎকালীন সময়ের এবং বর্তমান সময়ের সময়োপযোগী। একারনে তিনি নোবেল পুরষ্কার বিজয়ী রুপে বিশ্বে গর্বিত।
রবীন্দ্রনাথ ও বাংলাদেশ নিয়ে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন খুলনা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আনিস-আর-রেজা।
রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতীম কুমার চক্রবর্তী।
শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম ও রূপসা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বক্তৃতা করেন কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা সাঈদুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক অনিন্দ্য কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা লবিবুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.