রূপসায় ৬ বছরের শিশুকণ্যা ধর্ষনের ঘটনায় বাসুদেব (৫৫) নামে এক জনকে গ্রেফতার করেছে র্যাব-৬। ধর্ষক বাসুদেব রূপসা উপজেলার পাথরঘাটা গ্রামের বাসিন্দা।
২মার্চ সকালে উপজেলার পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব জানায়, গত ২ মার্চ সকালে শিশুকণ্যা তার নিজ বাড়ির উঠানে খেলা করছিলো। তখন বাসুদেব রায় (৫৫) সেখানে এসে ভিকটিমকে খাবারের প্রলোভন দেখিয়ে তার বসত বাড়ি সংলগ্ন মাছের ঘেরের পাশে থাকা ঘরের মধ্যে নিয়ে পাশবিক নির্যাতন চালায়।
শিশুটি চিৎকার করলে আসামী তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে এবং ঘটনার বিষয় কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি দেখায়। ভিকটিম অসুস্থ হয়ে পড়লে তার বাবা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে রূপসা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনাটি জানতে পেরে র্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং ধর্ষণকারীকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় ৫ মার্চ রাতে র্যাব (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রূপসাথাধীন পাথরঘাটা এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামী বাসুদেব রায়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.