নাহিদ জামান, খুলনা
রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের কাজদিয়া গ্রামবাসী আয়োজিত ৮ দলীয় (কেপিএল) সিক্সার সাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আজ ২৫ জুন বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন এম আর বয়েজ ক্লাব এবং তাজ সুপার কিংস ক্লাব।
খেলায় এম আর বয়েজ ক্লাব ৩-০ গোলে সুপার কিংস ক্লাবকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড উঠার সক্ষমতা অর্জন করে। খেলায় বিজয়ী দলের হয়ে গোল করেন রিফাত ২ টা এবং তাহিদ ১ টা। খেলা পরিচালনা করেন প্রভাষক ক্রীড়া সংগঠক বাশির আহম্মেদ লালু।
উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন টিএসবি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক খান আনোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রউফুল হক মুকুল,সমাজসেবক শেখ ওমর ফারুক,আলম শেখ, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান,আয়ূব খান, আনিসার শেখ,কামরুল শেখ,শিহাব শেখ,ক্রীড়া সংগঠক ও সমাজসেবক শাহাজাদা আলমগীর,জামাল শেখ,সোহাগ শেখ,তাহমিদ বাশার তিশাদ,মাসুদ শেখ, তুহিন শেখ,বাদল দত্ত,মারুফ,এসএম সামিউল আলম রিশাদ, বোরহান, রাজন, আসাদুল্লাহ, অনিক, ইয়ামিন, হীরা প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.