নাহিদ জামান, খুলনা
রূপসায় পবিত্র ঈদুল আযহা্ উপলক্ষে ২২ জুন শনিবার বিকাল ৪ টায় রূপসা সদর ফুটবল কল্যান সমিতির উদ্যোগে কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
খেলা উদ্বোধন করেন জেমিনি মেশিন কম্পানির ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ জামাল শেখ।
তাহাসিন ক্রিড়া চক্র ও শহীদ মনছুর স্মৃতি সংসদ এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রথমার্ধে তাহাসিন ক্রিড়া চক্রের আনিস বিশ্বাস ২ গোল করে দলকে এগিয়ে নেয় দ্বিতীয়ার্ধে কোন দল আর গোল না করায় তাহাসিন ক্রিড়া চক্র চ্যাম্পিয়াম হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু। সহকারী হিসাবে ছিলেন আব্দুল্লা আল মামুন এলিচ ও ফেরদাউস সর্দার।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক। আমন্ত্রীত অতিথী হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বয়বা সরকারি মহিলা কলেজের অধ্যাপক বিশিষ্ট ক্রিড়ানুরাগী আহমেদুল কবির চাইনিজ।
কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি অধ্যাপক বাশির আহম্মেদ লালুর সভাপতিত্বে বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য মঈনুল ইসলাম টুটুল, রূপসা পল্লি বিদুৎ এর এজিএম মোঃ হালিম খান, উপজেলা হাট বাজার সমিতির সভাপতি জুলফিকার আলী, ইউপি সদস্য মোঃ মাসুম শেখ, বিশিষ্ট ব্যাবসায়ী ও ক্রিড়া সংগঠক সৈয়দ মাহামুদ আলী, বিশিষ্ট ক্রিড়ানুরাগী ও সমাজ সেবক মোঃ আলম শেখ, শেখ মোকসেদ আলী, নজরুল ইসলাম, বিল্লাল শেখ, টুর্নামেন্ট কমিটির আহবায়ক আবুল হাসান ফরাজি, সদস্য সচিব মোঃ জহির খান প্রমুখ।
আলোচনা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। খেলায় ম্যান অফ দ্যা সিরিজ পুরস্কার পান মোঃ আনিস বিশ্বাস, ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার পান জিয়াউর রহমান জিয়া।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.