নাহিদ জামান, খুলনা
রূপসায় ব্রাক স্বাস্থ্য কর্মসুচি জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প এর আয়োজনে ২২ অক্টোবর বুধবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্ময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাজেদুল হক কাওসার এর সভাপতিত্বে প্রধান অতিথীর বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামিম। বিশেষ অতিথীর বক্তৃতা করেন ব্রাকের খুলনা জেলা ব্যাবস্থাপক মোঃ শফি কামাল, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হিমেল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আসাদুজ্জামান, রূপসা থানার সেকেন্ড অফিসার সাব ইন্সেপেক্টর লাইজু।
ব্রাক এর প্রগ্রার অফিসার সিরাজুল ইসলামের আয়োজনে ব্রাক কর্মকর্তা মোঃ আকাস মাহামুদ হৃদয়ের পরিচালনায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কর্মকর্তা জাকারিয়া, নার্স ইনচার্জ নুর নাহার, প্রধান স্বাস্থ্য সহকারি তপতি সরকার, উপ সহকারি মেডিকেল অফিসার হিরামুন নাহার, মেডিকেল টেকনোলোজিষ্ট ল্যাব রনি, মেডিকেল টেকনোলোজিষ্ট ফিজিও থেরাপিষ্ট রিয়াজ হোসেন, ফার্মাসিষ্ট হালিম শেখ, কোষাধ্যক্ষ সীমা রানী বসু , শিক্ষক হায়দার আলী, শাহানা বেনজীর, বিউটি পারভিন, সাদিয়া ফেরদৌসি, রফিকুল ইসলাম, ওয়াহিদুজ্জামান, মোঃ শাহিন বাবুল, মিরান হুসাইন, রিয়াজুল ইসলাম প্রমূখ
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.