নাহিদ জামান, খুলনা প্রতিনিধিঃ খুলনায় রূপসার আলাইপুর বাজারে একটি মালবাহী ট্রাক ব্রিজে ওঠার সময় নিয়ন্ত্রন হারিয়ে দোকানের উপর উঠে যায়। ট্রাক চাপায় অশোক রায় নামে ১ ব্যাবসায়ী নিহত।
পুলিশ ও প্রতাক্ষদর্শী সুত্রে জানা যায় ৭ আগষ্ট সোমবার রাত আনুমানিক ১০ টা ১৫ মিনিটের সময় কুষ্টিয়া ট- ১১-২৫৭৭ নাম্বার ট্রাক টি আলাইপুর বড় ব্রীজে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঐ বাজারের একটি ফল ও একটি মুদি দোকানের উপর দিয়ে অতিক্রম করে এ ঘটনায় দোকান দুটি ভেঙ্গে গুড়িয়ে যায়।
ফল ব্যাবসায়ী স্বপন পাল (৪০) দৌড়ে প্রাণে বেঁচে গেলেও মুদি ব্যাবসায়ী অশোক রায় (৫৫) ট্রাকের নীচে চাপা পড়ে গুরুতরভাবে আহত হয়। পরবর্তীতে আশপাশের ব্যবসায়ীরা ছুটে এসে অশোক রায় কে উদ্ধার করে চিকিৎসার জন্য রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করে।
ঘাতক ট্রাকটি কে উপস্থিত জনতা আটক করে পুলিশি হেফাজতে দেয়। চালক পলাতক।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.