নাহিদ জামান, খুলনা প্রতিনিধি: রূপসায় দেবীপুর নাথ পাড়া রাস্তাটি দীর্ঘদিন যাবৎ মানুষের চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছিলো। বৃষ্টির কারনে আর আনুপযোগী হয়ে যায়।
গ্রামের আব্দুল খালেক এর নেতৃত্বে যুব সমাজ উদ্যোগে ৯ আগষ্ট বুধবার জনসাধারনের চলাচলের সুবিধার্থে রাস্তাটি নিজেদের খরচে মেরামত কাজ শুরু করে। এতে এলাকার জনসাধারন যুবসমাজ কে ধন্যবাদ জানায়, তারা বলেন যুবরাই সমাজের অহংকার তারা যদি এভাবে সমাজের প্রতিটি ভালো কাজে এগিয়ে আসে তাহলে সমাজের মানুষ উপকৃত হয়। যুব সমাজই পারে এলাকায় ছোট ছোট ভালো কাজ করে সমাজের মানুষ কে বড় কিছু উপহার দিতে। এতে সাধারন জনগনের পাশাপাশি বড় একটা সওয়াবের ভাগিদারও হওয়া যায়। যুব সমাজ কে বেশি বেশি ভালো কাজ করার উৎসাহ দিতে হবে। উৎসাহ পেলে এরা ভালো কাজ করার জন্য এগিয়ে আসবে এতে সমাজের মানুষ উপকৃত হবে।
আব্দুল খালেক শেখ এর পাশাপাশি রাস্তাটি মেরামত করেন যুবসমাজের হাছিবুর শেখ, রহিম শেখ, ফোরকান, মিললাদ শেখ প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.