নাহিদ জামান, খুলনা
রূপসায় উপজেলা সদর ও পার্শ্ববর্তী এলাকার তরুনদের অবক্ষয় থেকে দুরে রেখে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষে, উপজেলা সদরে ঐতির্য্যবাহী ক্রিড়া সংগঠন শহীদ মনসুর স্মৃতি সংসদের আয়োজনে। ১৯ সেপ্টেম্বর শুক্রবার কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে বিকাল ৩ টায় রাজা স্মৃতি কিশোর (অনুর্ধ্ব-১৬)। ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
খেলার উদ্ধোধন করেন প্রধান অতিথী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতা্। সন্মানিত অতিথীর বক্তৃতা করেন বিশিষ্ট ক্রিড়া সংগঠক খান আহমেদুল কবির চাইনিজ।
বিশেষ অতিথীর বক্তৃতা করেন রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান, খুলনা জেলা ফুটবল অ্যাসোসিয়শনের সাধারন সম্পাদক মোঃ ইউসুফ আলী, খুলনা জেলা ফুটবল অ্যাসোসিয়শনের নির্বাহী সদস্য মইনুল ইসলাম টুটুল, খুলনা জেলা ফুটবল দলের সাবেক কোচ মুস্তাকুজ্জামান।
বিশিষ্ট শিল্পপতি ও ক্রিড়া সংগঠক সাইফুল ইসলামের সভাপতিতে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আলম শেখ, ক্রিড়া সংগঠক সৈয়দ মাহামুদ আলী, রূপসা প্রেসক্লাবের সভাপতি মোঃ ডালিম শেখ, প্রভাষক মেজবা উদ্দিন সেলিম, ক্রিড়া শিক্ষক আব্দুল কাদের, বিএনপি নেতা আলিম খান, মোঃ সাজ্জাদ সরদার, সেচ্ছাসেবকদল নেতা মাসুদ খান, যুবদল নেতা মুন্না সরদার, বিএনপি নেতা মাসুদুর রহমান, কোচ সাধন দে, সাবেক ফুটবলার ইরান, বিল্লাল শেখ, সৈয়দ শাহিনুর, ব্যাবসায়ী শেখ আবুল কালাম, জাকির শেখ, কামরুল, ফেরদাউস সরদার, জহির খান, তাহসিন প্রমূখ। উদ্বোধন শেষে একই দিনে ২ টি খেলা অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু, আলী আকবর ও সুমন রাজু।
প্রথম খেলায় অংশগ্রহন করে খুলনা ফুটবল একাডেমি ও আদাঘাট ফুটবল একাডেমী রামপাল। খেলায় প্রথমমার্ধের ২৩ মিনিটের সময় জুবায়েরের গোলে খুলনা ফুটবল একাডেমির ১-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে দুই দল আর কোন গোলের দেখা না পাওয়ায় খুলনা ফুটবল একাডেমি ১-০ গোলে জয়লাভ করে। বিজয়ী দলের জুবায়ের কে ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার দেওয়া হয়। দ্বিতীয় খেলায় অংশ গ্রহন করে স্বাগতিক শহীদ মনসুর স্মৃতি সংসদ ও ইন্টার মিলান ফুটবল একাডেমী বয়রা।
খেলায় প্রথমমার্ধের ৬ মিনিটের সময় ২ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার নাইমের গোলে স্বাগতিক শহীদ মনসুর স্মৃতি সংসদ ১-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে খেলা শেষ হওয়ার মাত্র ১ মিনিট আগে ৭ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার সাগরের গোলে স্বাগতিক শহীদ মনসুর স্মৃতি সংসদ ২-০ গোলে এগিয়ে যায়। পরবর্তিতে দুই দলের আর কেহ গোলের দেখা না পাওয়ায় স্বাগতিক শহীদ মনসুর স্মৃতি সংসদ ২-০ গোলে জয়লাভ করে। বিজয়ী দলের সাগর কে ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার দেওয়া হয়।
আগামীকাল ২০ সেপ্টেম্বর শনিবার একই মাঠে একই সময় ২ টি খেলা অনুষ্ঠিত হবে। ১ম খেলায় অংশ গ্রহন করবে খুলনা মোহামেডান একাডেমি ও ঘাটভোগ ফুটবল একাডেমি। ২য় খেলায় অংশ গ্রহন করবে মজগুনি শামসুর রহমান একাডেমি ও বটিয়াঘাটা তরুন সংঘ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.