নাহিদ জামান, খুলনাঃ
রূপসায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ অক্টোবর সকালে ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নদী পারাপারের জন্য গোয়ালবাড়ির চর ঘাট এলাকায় একটি নৌকা প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতার পক্ষ থেকে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায় ও শিক্ষার্থীদের মাঝে এই নৌকাটি তুলে দেন রূপসা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহানউদ্দিন উদ্দীন।
জানা যায় উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর, পুটিমারি এলাকার শিক্ষার্থীদের পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয় আসতে হলে মাঝখানে নদী থাকায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারপর বিদ্যালয়ে আসতে হয়। এতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হতো অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের। বেশ কিছুদিন আগে শিশুদের এবং জলবায়ু নিয়ে কার্যক্রম পরিচালনাকারী এনজিও জেজেএস সংস্থার সংগঠন উপজেলা শিশু ফোরামের সদস্যরা একটি প্রোগ্রামে রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতার কাছে সমস্যাটি তুলে ধরেন।
তখন উপজেলা নির্বাহী অফিসার তাদের আশ্বাস প্রদান করেন তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নৌকা শিক্ষার্থীদের প্রদান করবেন। তারই ধারাবাহিকতায় নির্বাহী কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহানউদ্দিনের সার্বিক সহযোগিতায় এই নৌকাটি শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেন।
নৌকা প্রদান কালে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহানউদ্দিন উদ্দীন, পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তফা উল বারী লাভলু, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ পদ রায়, শিয়ালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান উল্লাহ,ইউপি সদস্য শফিকুল ইসলাম, শিক্ষক গৌর চন্দ্র ঘোষ, বিপ্রজিৎ সাহা, জেজেএস সংস্থার তানিয়া ইসলাম, তারেক বিন ওয়াহিদ, শিক্ষার্থী স্মেহা, দিশা মজুমদার, মুজাহিদুল ইসলাম, সুরাইয়া নাজনিন প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.