নাহিদ জামান, খুলনা
বিশ্বশান্তি ও মানব কল্যাণ কামনায় ১৬তম বার্ষিক শ্রী শ্রী তারকব্রক্ষ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান রূপসার ঘাটভোগ ইউনিয়ন বলটী গ্রামে সার্বজনীন মন্দির প্রাঙ্গনে গত ৮ থেকে ১১ ফেব্রুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুর-দুরান্ত থেকে আসা শত-শত নারী ও পুরুষ ভক্তবৃন্দ ধর্মীয় কীর্ত্তন উপভোগ করতে দেখা যায়।
অনুষ্ঠানের ৩য় দিন পাশ্ববর্তী ফকিরহাট উপজেলায় ঐতিহ্যবাহী মানসা কালী মন্দিরের পক্ষ থেকে মহানাম যজ্ঞানুষ্ঠানে অংশগ্রহন ও ধর্মীয় কীর্ত্তন উপভোগ করতে আসেন- মানসা মন্দির কমিটির সভাপতি ইউপি সদস্য রবীন্দ্রনাথ হালদার বাটুল ও মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাবলু কুমার আঁশ, মানসা বাহিরদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম ফকির, অজয় চক্রবর্তী, সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী, মানিক পাল, শেখর রায়, অনিমেশ আঁশ, আশ্বাব আলী, অসিম ঘোষ, মিলন সেন, অমিত কুমার আঁশ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.