নাহিদ জামান,
খুলনা প্রতিনিধিঃ
রূপসা উপজেলা সদরে কাজদিয়া মডেল ভিলেজের আয়োজনে, মাদক ছেড়ে খেলতে চল, খেলাধুলায় বাড়ে বল। এই প্রতিপাদ্য কে সামনে রেখে, কাজদিয়া স্পিড নেট এর সৌজন্য ১ সেপ্টেম্বর শুক্রবার বিকালে গ্রামের বালির মাঠে ৮ দলীয় সিক্সার সাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খান শাহাজাহান কবীর প্যারিস, সৈয়দ মোর্শেদুল আলম বাবু, খুলনা জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আজিজুল হক কাজল, সমাজসেবক খান হাবিবুর রহমান, আওয়ামীলীগ নেতা শেখ আনিসুর রহমান টুকু, আসাদ শেখ, প্রভাষক বাশির আহম্মেদ লালু, সাবেক ফুটবলার খান আকতার হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী সালাম শেখ, কামরুল শেখ, খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা খান জাহিদ হাসান, ইউসুফ শেখ, শেখ মিজানুর রহমান, সৈয়দ মোস্তাফিজুর রহমান হেলাল, জামাল শেখ, শহিদ খান, মুস্তাকিন আহম্মেদ ধলু, শাহাজাদা আলমগীর, মোঃ আরাফাত হোসেন, মুশফিকুর রহমান সুমন, তাহমিদ বাশার তিশাদ, মাসুূদ শেখ, লিমন প্রমূখ।
উদ্বোধনী খেলায় অংশ করে তাজকিংস একাদশ ও রাজ এন্ড তানজুম এন্টারপ্রাইজ।
খেলায় নির্ধারিত সময়ের মধ্য কোন গোল না হওয়ায় ট্রাইবেকারে রাজ এন্ড তানজুম এন্টারপ্রাইজ কে তাজকিংস একাদশ ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.