নাহিদ জামান, খুলনা
সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের কাজদিয়া শাখারী পাড়া নিবাসী সাবেক ইউপি সদস্য, গরীবের ডাক্তার খ্যাত পল্লি চিকিৎসক বিমল কুমার দত্ত(৭৫)। দীর্ঘদিন ধরে লিভার সংক্রান্ত জটিল রোগ ভোগের পর গত ৯ ডিসেম্বর শনিবার রাত ১১ টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সদালাপী এবং দুঃস্থ ও অসহায় মানুষের চিকিৎসক। সরকারি বা বেসরকারি কোন হাসপাতালের চিকিৎসক না হলেও গ্রাম্য ডাক্তার হিসাবে তার ছিলো ব্যাপক পরিচিতি। রূপসা উপজেলার নৈহাটি টিএসবি এবং ঘাটভোগ ইউনিয়নের বিভিন্ন গ্রামে ছিলো তার অসংখ্য রোগী। বড় বড় জটিল সমস্যা গ্রস্ত রোগীদেরও তিনি চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলতেন। একারনে অনেক রোগী অসুস্থ হলে হাসপাতালে না গিয়ে তার শরণাপন্ন হত। কাজদিয়া বাজারের কলেজ রোডে ছিলো তার ছোট্ট একটি ফার্মেসি। তিনি রোগী দেখার সময় রোগীর কোনো ভিজিট না নিয়ে শুধু মাত্র ঔষধের দাম রাখতেন।একারণেই তার রোগীর সংখ্যা ছিলো ব্যাপক। তার মৃত্যুর সংবাদ শুনে ১০ ডিসেম্বর তার বাড়ি এবং শ্মশান ঘাটে শত শত উপস্থিতি এটায় প্রমাণ করে তিনি একজন ভালো মানের চিকিৎসক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক পুত্র এবং দুই কন্যা রেখে যান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.