নাহিদ জামান, খুলনা
রূপসা প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচনে (২০২৫-২৭) ১৩টি পদে ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল ১০মে রাতে নির্বাচন কমিশনের সদস্য শিক্ষক আনিসুর রহমান ও আমিরুল ইসলামের নিকট থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। ১৩টি পদে ১৯ জন প্রার্থীর মধ্যে ৫টি পদে একজন করে প্রার্থী রয়েছেন।
বাকি ৮টি পদে প্রার্থী রয়েছেন ১৪ জন। ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন (২০২৫-২৭) পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বে রয়েছেন ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাংবাদিক সামসুজ্জামান শাহীন। ১৯ জন প্রার্থীর মধ্যে সভাপতি পদে এস এম মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম ডালিম, সিনিয়র সহ সভাপতি পদে কৃষ্ণ গোপাল সেন, সহ-সভাপতি পদে খান মিজানুর রহমান, সাধারণ সম্পাদক পদে খান আঃ জব্বার শিবলী, আল মাহমুদ প্রিন্স, মুস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এম এ আজিম, আশিকুর রহমান বাবু, সহ-সাধারণ সম্পাদক পদে শাহরিয়ার হোসেন মানিক, নাঈমুজ্জামান শরীফ, কোষাধ্যক্ষ পদে গোলাম মোস্তফা, আক্তার খান, সাংগঠনিক সম্পাদক পদে এমডি ওয়ালিদ শেখ, প্রচার সম্পাদক পদে রেজাউল ইসলাম তুরান, দপ্তর সম্পাদক পদে হামিদুল হক, নির্বাহী সদস্য'র তিনটি পদে তৌহিদুল ইসলাম কচি, রবিউল ইসলাম তোতা, সাইফুল ইসলাম বাবলু, তরুণ চক্রবর্তী বিষ্ণু ও আব্দুল কাদের। নির্বাচনী তফসিল মোতাবেক ১২ মে মানোনয়নপত্র জমা, ১৪ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১৬ মে আপিল ও নিষ্পত্তি, ২০ মে প্রার্থিতা প্রত্যাহার, ২১ মে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ও ৩১ মে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.