রূপালী বাংলাদেশ
এইচ এম রানা
আমার বাংলা তোমার বাংলা
সোনার বাংলাদেশ,
শস্য শ্যামলা সুজলা সুফলা
রূপের নেইতো শেষ।
খেতে ভরা ধান আর
গোয়াল ভরা গরু,
চারদিকে উঠছে ফুটে
নীলিমার ঐ তরু!
রুপালী এই বাংলা দেখে
বলেছে কবি কথা,
সোনার বাংলা দেখেই কবি
হেরেছে বুকের ব্যথা।
ভোর বেলায় জেগে শুনি
মুয়াজ্জিনের আজান,
আবার শুনি রুপালী বাংলায়
কোকিলের কন্ঠে গান।
কৃষক কৃষানি ভোর বেলাতে
সোনার মাঠে যায়,
প্রভুর দানে সোনার মাঠে
সোনার ফসল পাই।
এই রূপালি বাংলাতো
আল্লাহ করেছে দান,
তাইতো আমরা সবসময়
আল্লাহর গাই গান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.