দেশের বরেণ্য রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ট্রাব মিউজিক পারফরম্যান্স আজীবন সম্মাননা অ্যাওয়ার্ড ২০২২ এ ভূষিত হবেন। টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ ট্রাব এর উদ্যোগে আগামী ২০ মার্চ ২০২৩, সোমবার বিকেল ৫টায় ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও ওয়েসিস হলে ট্রাব মিউজিক পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২২ প্রদান অনুষ্ঠানে রেজওয়ানা বন্যাকে আজীবন সম্মাননা অ্যাওয়ার্ডে ভূষিত করা হবে। অনুষ্ঠানে রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক, ফোক, ব্যান্ড, নাটকের শীর্ষ সঙ্গীত, ডিজিটাল প্লাটফর্মে বিভিন্ন সঙ্গীত ক্যাটাগরীতে শ্রেষ্ঠত্বের বিচারে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিনিয়র মাননীয় মন্ত্রী মহোদয়গণ অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথির আসন অলংকৃত করবেন। দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং পারফরম্যান্স করবেন। অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করতে সিনিয়র সাংবাদিক বাদল আহমেদকে চেয়ারম্যান ও হামিদ মোহাম্মদ জসিম কে সদস্য সচিব করে অনুষ্ঠান উদযাপন কমিটি করা হয়েছে। ট্রাব সভাপতি সালাম মাহমুদ ও সাধারণ সম্পাদক অনজন রহমান অনুষ্ঠানটি সফল করতে সকল মহলের সহযোগিতা কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.