প্রেস বিজ্ঞপ্তি
রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা মহানগর’র ১৪৯তম সভা শুক্রবার (১৩.০৯.২০২৪) বিকাল ৪টা ৩০ মিনিটে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ডিগ্রি শাখার ১নং বিজ্ঞান ভবন গেইট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ক্লাবের ২০২৪-২৫ সেশনের সেক্রেটারি রো. আনোয়ার হোসেন সবুজের প্রাণবন্ত উপস্থাপনায় শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন রো. রাব্বী খন্দকার, প্রত্যয় পাঠ করেন রো. রাব্বী খন্দকার। এরপর পরিচিতি পর্ব, অনুভূতি প্রকাশ করা হয়। সভাপতির সমাপনী বক্তব্য শেষে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন-ক্লাবের সাবেক প্রেসিডেন্ট রো. ইঞ্জিনিয়ার মাইনুল আরেফীন তমাল, সাবেক প্রেসিডেন্ট রো. পিন্টু চন্দ্র সরকার, সাবেক প্রেসিডেন্ট রো. সালাম সামি, শিক্ষানবীশ এডভোকেট আবু নোমান হেলাল, ভাইস প্রেসিডেন্ট রো. রাব্বী খন্দকার, জয়েন্ট সেক্রেটারি রো. আজিম উল্যাহ হানিফ, কলেজ থিয়েটারের সদস্য হাসিব, মাকছুদা আক্তার প্রমুখ। সভাপতিত্ব করেন ক্লাবের ২০২৪-২৫ সেশনের প্রেসিডেন্ট রো: সনি মজুমদার।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.