লক্ষ্য
সুরজিৎ ঝা
রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ
ব্যারাকপুর, কলকাতা
লক্ষ্যকে কখনো যায় না ছোঁয়া,
যায় না তার নাগাল পাওয়া,
লক্ষ্যহীন হয়ে ছুটে চলেছি
তবু, পাওয়ার লাগি লক্ষ্য।
লক্ষ্য সদা পরিবর্তনশীল,
কখনো আকাশ, কখনো বা বিল,
লক্ষ্য শেখায় বাঁচার মানে,
গড়ে তোলে শত দক্ষ।
লক্ষ্য ছাড়া জীবন আঁধার,
লক্ষ্য মানে স্বপ্ন পাহাড়,
লক্ষ্য পূরণে জীবন থাকতে
পাওয়া যায় পরম মোক্ষ।
লক্ষ্য মানে ভাবনার অতীত,
লক্ষ্য সদা ভবিষ্যতের গীত,
স্বপ্ন সফলের প্রহর গুনা
লক্ষ্য-য় যেথা এক লক্ষ্য।
কেমনে হবে লক্ষ্য পূরণ,
লক্ষ্য -য় এক লক্ষ্য যখন,
সূক্ষ্ম জ্ঞানে ভেবে চলি,
সফলতায় মোর লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.