লাকসাম (কুমিল্লা) প্রতিনিধ
কুমিল্লার লাকসামে অস্বাস্থ্যকর পরিবেশে আচার তৈরি করে বাজারজাত ও বিক্রির অভিযোগে কারখানা সিলগালা ও জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ এ অভিযান পরিচালনা করেন।
লাইসেন্স ব্যতীত অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে আচার তৈরি করে বাজারজাত ও বিক্রির অভিযোগে লাকসাম পৌরসভার ৫ নং ওয়ার্ড পশ্চিমগাঁও ঠাকুরপাড়ার মো: শামসুল ইসলাম (৪৫) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং কারখানা সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।
অভিযুক্তকে সংশ্লিষ্ট দপ্তর থেকে লাইসেন্স গ্রহণ করে যথাযথ মান নিশ্চিতপূর্বক ব্যবসা পরিচালনা করতে পরামর্শ দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.