লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার লাকসামে ইসমাইল হোসেন (৪৭) নামের এক কৃষকের গলায় রশি পেচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ২আগস্ট বুধবার ভোর রাতে নিহতের শশুর বাড়ি উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের কামড্ডা গ্রামে। সে পার্শ্ববর্তী বাকই ইউনিয়নের কৈত্রা গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী নাসিমা বেগম (৩৫) বাদী হয়ে লাকসাম একটি অপমৃত্যু অভিযোগ দায়ের করেন।
পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ইসমাইল হোসেন শশুর বাড়িতে বেড়াতে আসেন। কয়কটি এনজিওর ঋণের টাকা পরিশোধ করতে না পেরে বেশ কিছুদিন মানসিক চাপে ভুগছিলো সে। প্রতিদিনের মতো তিনি মঙ্গলবার রাতে শশুর বাড়িতে স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েন। বুধবার ভোরে স্ত্রী নাছিমা বেগম স্বামীকে বিছানায় না দেখে খোঁজাখুঁজি করে রান্নাঘরের মেঝেতে গলায় রশি পেচানো লাশ দেখতে পায়। তার চিৎকার চেচামেচিতে আশপাশের লোকজন ছুটে এসে থানা পুলিশে খবর দেয়।
নিহতের স্ত্রী নাসিমা বেগম বলেন, আমার স্বামী বেশ কয়েকটি এনজিওর কাছে ঋণী। আয়ের সাথে ব্যয় না মিলায় ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এমতাবস্থায় আমার বাপের বাড়িতে কয়েক দিনের জন্য বেড়াতে আসি আমরা। মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া শেষে দুজন ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে রান্না ঘরের ভুতুরের সাথে লাইলন রশিত গলায় ফাঁস দেয় এবং পরবর্তীতে রশি ছিড়ে মেঝেতে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয় মেম্বার এসে থানায় খবর দেয়।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.