লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: "দুনিয়ার মজদুর এক হও" এই শ্লোগানকে সামনে রেখে লাকসাম উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে লাকসাম উপজেলা জাতীয় শ্রমিকলীগের সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ডিসেম্বর (রবিবার) বিকেলে আয়োজিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ শাহজাহান, মজদুর শ্রমিক লীগের সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোঃ মহিন উদ্দিন, তৈল কল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রুহুল আমিন, ট্রাক পিকাপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আমির হোসেন, কুমিল্লা জেলা সি.এন.জি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অহিদুর রহমান, রেলওয়ে শ্রমিক লীগের কার্যকরী সভাপতি নজরুল ইসলাম খন্দকার, পিডিবি শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, শ্রমিক নেতা মোঃ রুহুল আমিন, সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান, সদস্য হারুনুর রশিদ ও মোহাম্মদ মোস্তফা প্রমুখ।
উক্ত প্রস্তুতি সভায় শ্রমিকদের অধিকার আদায়ে লাকসাম উপজেলা জাতীয় শ্রমিকলী অতীতের ন্যায় আগামীতেও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং আগামী ১০ ডিসেম্বর সম্মেলন সফল করার লক্ষে বিভিন্ন করণীয় নির্ধারণ করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.