মাসুদ পারভেজ রনি, লাকসাম প্রতিনিধি: কুমিল্লার লাকসাম পৌরসভার উত্তর লাকসাম (বেলতলি) জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে উত্তর লাকসাম বেলতলি মডেল কলেজ এলাকায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী এই ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময়, উপজেলা সহকারী প্রকৌশলী মামুন ভূঁইয়া, মসজিদ প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম হিরা, পৌর কাউন্সিলর ও মসজিদের কোষাধ্যক্ষ আব্দুল আজিজ, সামছুল হক, দেলোয়ার হোসেন, শফিকুর রহমান, জাহাঙ্গীর আলম, মাসুদ পারভেজ রনি, সোহরাব হোসেন, বিল্লাল হোসেন মানিক, শাহ আলম, সুজনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিন তলা বিশিষ্ট জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে দোয়া ও মুনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.