লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
লাকসামে মালবোঝাই ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে শাহাদাত হোসেন স্বাধীন (২৮) নামে এক ব্যবসায়ী পুত্র নিহত হয়েছে। নিহত স্বাধীন লাকসাম পৌরসভার গাজীমুড়া পশ্চিম পাড়ার সবজির পাইকারি ব্যবসায়ী কামাল হোসেনের বড় ছেলে।
তার সাথে থাকা অপর যুবক ফারুক হোসেনকে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য প্রথমে কুমিল্লা ও পরে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। সে একই গ্রামের ও একই পাড়ার হিরু মিয়ার ছেলে।
ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুরে লাকসাম-নোয়াখালী সড়কের দৌলতগঞ্জ স্টেশন জামে মসজিদ সংলগ্ন সাহাপাড়া রোডের মাথায়।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে লাকসাম দৌলতগঞ্জ বাজারের পাইকারি সবজি ও চাউল ব্যবসায়ী কামাল হোসেনের বড় ছেলে শাহাদাত হোসেন স্বাধীন ও একই পাড়ার হিরু মিয়ার ছেলে ফারুক হোসেন মোটরসাইকেল সাইকেলে চড়ে বাড়ী ফিরছিলেন।নলাকসাম-নোয়াখালী সড়কের দৌলতগঞ্জ স্টেশন জামে মসজিদের দক্ষিণে সাহাপাড়া রোডের মাথায় অপর দিক থেকে আসা মালবোঝাই ট্রাক (চট্ট মেট্রো-ট-১১-৪৩৭৮) মোটরসাইকেল আরোহী ২ যুবককে চাপা দিলে স্বাধীন ও ফারুক গূরুতর আহত হয়। গুরুতর আহত স্বাধীনকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর আহত ফারুক হোসেন কে প্রথমে লাকসামের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে কুমিল্লায় ও পরে ঢাকায় স্থানান্তর করা হয়।
লাকসাম থানা পুলিশের অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.