লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: লাকসামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের অশ্বতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাকসুদা আক্তার (১৭) ওই গ্রামের আবুল কালামের মেয়ে।
জানা গেছে, শনিবার (৭ জানুয়ারি) সকালে ৭টার দিকে মা কমলা বেগম কাজে যায়। দুপুরে ফিরে এসে দেখেন ঘরের দুটি দরজাই বন্ধ। পরে দরজার উপরের টিন ফাঁক করে একটি বাচ্চাকে ভেতরে ঢুকিয়ে দরজা খুলে দেখেন মাকসুদা গলায় ওড়না পেঁচিয়ে সিলিংয়ের সাথে ঝুলে আছে। এ সময় তার শোরচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে।
খবর পেয়ে লাকসাম থানার উপপরিদর্শক সোহরাব হোসেন ভূঁইয়া ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের মা কমলা বেগম জানান, সকালে কাজে যাওয়ার সময় মাকসুদা পেট ব্যথার কথা বলে। ঠান্ডার কারণে হতে পারে বলে তেমন গুরুত্ব মনে করিনি। তার সাথে কোন ছেলের সম্পর্ক ছিল না মাকসুদা এবার লাকসাম রেলওয়ে হাইস্কুলে (এ মালেক ইনষ্টিটিউট) নবম শ্রেণিতে উন্নীত হয়েছে।
লাকসাম থানার উপপরিদর্শক সোহরাব হোসেন ভূঁইয়া জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রোববার (৮ জানুয়ারি) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.