লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
লাকসামে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে লাকসাম পৌর এলাকার ফতেপুর গ্রামে।
জানা গেছে, লাকসাম পৌর এলাকার ফতেপুর গ্রামের জীবন মিয়ার সাত বছরের শিশু কন্যা ঝুমু আক্তার সোমবার সন্ধ্যার কিছু সময় আগে সহপাঠীদের নিয়ে বাড়ীর পাশে দৌলতগঞ্জ গাজিমুড়া আলিয়া মাদ্রাসা দীঘির পাড়ে খেলছিল। এসময় সে পানিতে পড়ে ডুবে যায়। খবর পেয়ে বাড়ির লোকজন এসে তাকে পানি থেকে মৃত উদ্ধার করে। ঝুমু ফতেপুর মারকাজ মসজিদ মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.