লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নাবিলা আক্তার মনি (১৪) ও উম্মে হাফসা মিলি (৯) নামে আপন দুই বোনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ আগষ্ট) দুপুরে লাকসাম উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের পৈশাগী গ্রামের হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নাবিলা আক্তার মনি ও উম্মে হাফসা মিলি ওই বাড়ির শহীদ উল্লাহ ও আনজুমা বেগম দম্পত্তির মেয়ে। নিহত দুই শিশু নরসিংদী সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। দুই শিশু কন্যাকে হারিয়ে বাবা-মা প্রায় বাকরূদ্ধ হয়ে পড়েছেন।
স্থানীয়রা বলেন, উপজেলার পৈশাগী গ্রামের হাজী বাড়ীর শহীদ উল্লাহ স্ব-পরিবারে নরসিংদী সদরে বাসাভাড়া নিয়ে বসবাস করেন। গত কোরবানির ঈদে গ্রামের বাড়িতে আসেন স্ব পরিবার। শহীদ উল্লাহ তার নিজ বাড়ীতে একটি নতুন ভবনের কাজ করছেন। সোমবার ছাদের কাজ শেষ করে দুই একদিনের মধ্যে পরিবার নিয়ে নরসিংদী চলে যাবেন বলে জানান তারা। মঙ্গলবার দুপুরে সন্তান সম্ভাবা স্ত্রী আনজুমা বেগম ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। মায়ের কাছে দুই শিশু বারবার গোসল করার কথা বললে তিনি তাদের একটু পরে নিজেই গোসল করিয়ে দিবেন বলে অপেক্ষা করতে বলেন। এরই মধ্যে তারা মায়ের জন্য অপেক্ষা না করে ঘরের পাশেই ঘাট দিয়ে পুকুরে নেমে গিয়ে পরে ডুবে যায়। এ সময় ওই বাড়ির মুন্নী নামে এক মেয়ে ওই ঘাটে গোসল করতে এসে দুই শিশুকে পানিতে ডুবে যেতে দেখে চিৎকার দেয়।
এসময় বাড়ীর লোকজন পুকুরে নেমে দুই শিশুকে পানির নিচে পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই শিশুর মৃত্যুতে তাদের পরিবারের কোনো অভিযোগ নেই।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.